<

যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়েছেন যারা

বৈশ্বিক রাজনীতির চোখ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। কে হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট, এ নিয়ে হিসাব-নিকাশ কষা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইতিহাস লিখবেন নাকি ডোনাল্ড ট্রাম্প আবারও ফিরবেন হোয়াইট হাউজে— সেই প্রশ্নই এখন সবার। বাংলাদেশও এর বাইরে নয়। বরং নিবিড়ভাবে জড়িত।

কমালা হ্যারিস জয় পেলে তিনি হবেন সপ্তম ব্যক্তি, যিনি ভোটের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়েছেন। এখন পর্যন্ত মাত্র ছয়জন ভাইস প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া আরও নয়জন ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তবে তা নির্বাচনে জিতে নয়। প্রেসিডেন্টের মৃত্যুর কারণে এ দায়িত্ব পেয়েছিলেন আটজন ভাইস প্রেসিডেন্ট। আর রিচার্ড নিক্সনের পদত্যাগের কারণে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেরাল্ড আর ফোর্ড। সবমিলিয়ে ১৭৮৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৯ জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে ১৫ জন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন।

জো বাইডেন
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০০৮ সালে বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালে ভোটে জেতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হন।

জর্জ এইচ ডব্লিউ বুশ
রোনাল্ড রিগ্যানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। ১৯৮৮ সালের নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হন তিনি।

জেরাল্ড আর ফোর্ড
প্রেসিডেন্টের দায়িত্ব থেকে রিচার্ড নিক্সন পদত্যাগ করলে ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৪ সালে দায়িত্ব পান জেরাল্ড আর ফোর্ড।

রিচার্ড নিক্সন
৩৪তম মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। আট বছর পর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

লিনডন জনসন
জন এফ কেনেডির সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন লিনডন জনসন। কেনেডির মৃত্যুর পর ৩৬তম মার্কিন প্রেসিডেন্ট হন তিনি। এরপর আবারও পূর্ণ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন লিনডন।

হ্যারি এস ট্রুম্যান
৩২ তম মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন ডি রুজভেল্টের সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস ট্রুম্যান। ফ্র্যাংকলিনের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন হ্যারি। এরপর আবারও পূর্ণ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

ক্যালভিন কুলিজ
প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিংয়ের সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ক্যালভিন কুলিজ। হার্ডিংয়ের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ৩০তম প্রেসিডেন্ট হিসেবে ক্যালভিন দায়িত্ব নেন ১৯২৩ সালে। এরপর আবারও পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

থিওডোর রুজভেল্ট
উইলিয়াম ম্যাককিনলির ভাইস প্রেসিডেন্ট ছিলেন থিওডোর রুজভেল্ট। ১৯০১ সালে ম্যাককিনলি মারা গেলে প্রেসিডেন্ট হন রুজভেল্ট। সেই দায়িত্ব শেষে আবারও পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

চেস্টার আর্থার
জেমস গারফিল্ডের আমলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চেস্টার আর্থার। গারফিল্ডের মৃত্যুর পর ২১তম প্রেসিডেন্ট হিসেবে ১৮৮১ সালে দায়িত্ব গ্রহণ করেন চেস্টার।

অ্যান্ড্রু জনসন
আব্রাহাম লিংকনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড্রু জনসন। লিংকনকে হত্যা করা হলে প্রেসিডেন্ট হন অ্যান্ড্রু।

মিলার্ড ফিলমোর
জ্যাকারি টেইলরের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মিলার্ড ফিলমোর। টেইলরের মৃত্যুর পর ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তিনি।

জন টাইলার
উইলিয়াম হেনরি হ্যারিসনের আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জন টাইলার। হ্যারিসনের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন। তিনি যুক্তরাষ্ট্রের দশম ভাইস প্রেসিডেন্ট, আবার দশম প্রেসিডেন্টও।

মারটিন ভ্যান বিউরেন
অ্যান্ড্রু জ্যাকসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মারটিন ভ্যান বিউরেন। জ্যাকসন অবসরে গেলে ১৮৩৭ সালে যুক্তরাষ্ট্রের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

থমাস জেফারসন
জন অ্যাডামসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন থমাস জেফারসন। ১৮০০ সালের নির্বাচনে জন অ্যাডামসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে থমাস জেফারসন দায়িত্ব নেন ১৮০১ সালে।

জন অ্যাডামস
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। ওয়াশিংটন মারা গেলে ১৭৯৭ সাল থেকে ১৮০১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।