<

নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ

নাটোরে পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছেন বাদ পড়া একদল প্রার্থী। তাদের অভিযোগ, ২০০ মিটারের পরিবর্তে ৩০০ মিটারে দৌড় দেওয়া হয়েছে। আরও অভিযোগ, দালালের মাধ্যমে আর্থিক চুক্তিতে অযোগ্য প্রার্থীদের ডেকে নিয়ে যোগ্য ঘোষণা করা হয়েছে। তবে পুলিশ বলছে, অভিযোগের কোনোটিই সত্য না। পুলিশে নিয়োগে অনিয়মের কোনো সুযোগ নাই।

শুক্রবার বিকেলে নাটোর পুলিশ লাইন্সের মূল গেটের সামনে বাদ পড়া প্রায় ৩০-৪০ প্রার্থী বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। তবে তাৎক্ষণিক কারো পরিচয় জানা যায়নি।

এদিন বিকেলে সড়ক অবস্থান নিয়ে কয়েকজন ফেসবুক লাইভে অভিযোগগুলো জানান।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, নিয়োগে কোনো অনিয়ম-দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করে সরিয়ে দেওয়া হয়েছে। 

অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, অভিযোগ সত্য না।

রাজশাহী রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আলমগীর রহমান বলেন, এ ব্যাপারে নাটোর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন। পুলিশ নিয়োগে অনিয়ম করার কোনো সুযোগ নেই। নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে হবে। 

নাটোর জেলায় এ ধাপে ৫০ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এজন্য কয়েক হাজার আবেদন পড়েছে। শনিবার যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা ছিলো।