<

ইমরানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহার করলে ‘পাকিস্তান শাটডাউনের’ হুঁশিয়ারি


পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এখন কারাগারে। তার দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কারাগারে তার প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ও নিজের লোকেদের সাথে দেখা করার ক্ষেত্রে ব্যপক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কারা কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বসে নেই ইমরানের দলের নেতাকর্মীরা। ইমরানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করলে পাকিস্তান শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। সেই সঙ্গে তাদের শীর্ষ নেতার মুক্তির দাবি জানানো হয়েছে। খবর, আল জাজিরা’র।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই-এর সিনিয়র নেতা আলী আমিন গান্দাপুর শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন পাঞ্জাব প্রদেশের ফেডারেল সরকারকে এই হুঁশিয়ারি দিয়েছেন।

আমিন গান্দাপুর বলেন, ইমরান খানকে খাবার দেয়া হচ্ছে না। কারাগারে তার সেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তাকে লোকজনের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। আমি আপনাদের একটি সতর্কবার্তা দিচ্ছি- যদি এটি অব্যাহত থাকে তবে আমরা পাকিস্তানকে অচল করে দেয়ার এবং এই সরকারকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছি।

উল্লেখ্য, ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার তাকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদসহ কয়েক ডজন মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠায়। যদিও ইমরান খান জামিন পেয়েছেন এবং বেশ কয়েকটি মামলায় খালাস পেয়েছেন। তবে তিনি এখনও কারাগারে রয়েছেন।