ফিলিস্তিনপন্থী সমালোচকেরা প্রেসিডেন্ট নির্বাচনে যাতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেন, সে বিষয়ে যুক্তি তুলে ধরেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে কমলার পক্ষে যুক্তি তুলে ধরেন স্বতন্ত্র এই সিনেটর।
বার্নি স্যান্ডার্স বলেন, ৫ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি পুনর্নির্বাচিত হন, তাহলে ইসরায়েল ও গাজা নিয়ে মার্কিন নীতি পরিবর্তনের আশা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং গর্ভপাত অধিকারের লড়াই— সবই হয় প্রচণ্ড ধাক্কা খাবে কিংবা ব্যর্থ হবে।
ভেরমন্টের স্বতন্ত্র এই সিনেটর বলেন, ‘আমি বুঝি, গাজার ভয়াবহ যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লাখ লাখ আমেরিকানের দ্বিমত রয়েছে। আমিও তাঁদের একজন।’ অবশ্য তিনি বলেন, হামাসের ৭ অক্টোবরের নৃশংস হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে।
গাজা যুদ্ধে ব্যাপক প্রাণহানির বিষয়টি তুলে ধরে বার্নি স্যান্ডার্স বলেন, ‘আপনাদের কেউ কেউ বলছেন, কমলা যদি এই ভয়াবহ যুদ্ধ সমর্থন করেন, তাহলে কীভাবে আমি কমলাকে ভোট দিতে পারি? আর এটি একটি খুবই ন্যায্য প্রশ্ন।’
কমলার পক্ষে যুক্তি দিয়ে অল্প কথায় বার্নি স্যান্ডার্স বলেন, তাঁকে বোঝানো যায়। দর্শকদের অনুরোধ করে ডেমোক্র্যাট-ঘনিষ্ঠ এই সিনেটর বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, কমলা জয়ী হওয়ার পর নেতানিয়াহুর (ইসরায়েলের প্রধানমন্ত্রী) বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি যাতে পরিবর্তন করতে পারি, সেজন্য আমরা একসঙ্গে সবকিছু করব। অনতিবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্ত করা, মানবিকসহায়তা ব্যাপকভাবে বাড়ানো, পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের হামলা বন্ধ করা এবং ফিলিস্তিনি জনগণের জন্য গাজা পুনর্গঠন।’
অবশ্য কমলার বিষয়ে কথা বলার আগে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিষয়টি মাথায় রেখে কাকে ভোট দেবেন, সেটা ভেবে দেখতে ভোটারদের প্রতি আহ্বান জানান বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডানপন্থী বন্ধুরা তুলনামূলক বেশি খারাপ। ট্রাম্প বলেছিলেন, নেতানিয়াহু ভালো কাজ করছেন আর বাইডেন তাঁকে থামানোর চেষ্টা করছেন। নেতানিয়াহু ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পেতে চাইলে অবাক হওয়ার কিছু নেই।’