যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির। ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসের প্রচারণায় লেবার পার্টি সহায়তা করছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে রিপাবলিকান প্রচারশিবির।

রিপাবলিকান পার্টির দাবি, ডেমোক্রেট প্রার্থী কমালার প্রচারণায় স্বেচ্ছাসেবী হয়ে বেআইনিভাবে সহায়তা করছেন লেবার পার্টির সদস্যরা। এতে লেবার পার্টির প্রায় ১০০ সদস্য যুক্ত রয়েছেন।

যুক্তরাজ্য উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেয়নার বলেন, সাধারণ নাগরিকরা প্রায়ই সেখানে (যুক্তরাষ্ট্রে) গিয়ে প্রচারণা চালিয়ে থাকে। এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই হয়ে থাকে।

এ বিষয়ে লেবার পার্টির নেতা স্টিভ রিড জানান, কেউ যদি প্রচারণায় অংশ নেন তাহলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে লেবার পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই। তারা কি করবে এটি তাদের ওপরই নির্ভর করবে। যুক্তরাজ্যে কিংবা যুক্তরাষ্ট্রেও সেটি আইনের পরিপন্থী নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি নাগরিকরাও প্রচারণা চালাতে পারেন। তবে এক্ষেত্রে প্রচারণাকারীদের কোনও ধরনের প্রতিদান দেয়া যাবে না। তাছাড়া, দেশটির বিগত নির্বাচনে বিদেশিদের প্রচারণায় অংশ নিতে দেখা যায়। ওই নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি রিপাবলিকান পার্টির হয়ে প্রচারণা চালান।