বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে নতুনভাবে সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট তৈরি হোক, সেটা চায় না বিএনপি। পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে, নানাভাবে দেশে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন– যমুনার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যান নজরুল ইসলাম খানসহ, আমির খসরু ও সালাউদ্দিন আহমদ। তারা অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠক করে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসর যদি দেশে নতুনভাবে সংকট তৈরির চেষ্টা করে তাহলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। এই পদক্ষেপে অন্তর্বর্তী সরকারের পাশেই থাকবে বিএনপি।