<

কালিন ভাইয়া ফিরছেন, ‘মির্জাপুর’ এবার সিনেমা হলে

অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রথম মৌসুম থেকেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই ওটিটি সিরিজ। চলতি বছর জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, শ্বেতা ত্রিপাঠি, বিজয় বর্মাদের দেখা মিললেও পাওয়া যায়নি দিব্যেন্দু শর্মাকে। অনুরাগীরা তাই তৃতীয় সিজনে মুন্না ভাইয়ার অভাব বোধ করেছেন। মির্জাপুরের গদির লড়াই দেখা যাবে বড় পর্দায়। চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, এবার বড় পর্দায় আসতে চলেছে ‘মির্জাপুর’।

২০১৮ সালে ওটিটির পর্দায় প্রথমবার মুক্তি পায় ‘মির্জাপুর’। সিরিজটির প্রধান মুখ ছিলেন কালিন ভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠি। তবে প্রথম সিজনের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে বাকি চরিত্ররা।

গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া থেকে গলু গুপ্তা কিংবা ছোটে বড়ে অথবা মাধুরী দেবী কিংবা শরদ শুক্লা—প্রতিটি চরিত্রই নিজস্ব ছাপ রেখে যেতে সক্ষম হয়েছে। তৃতীয় সিজন শেষ হয়েছিল একেবারে রুদ্ধশ্বাস একটি পর্বে। পূর্বাঞ্চল ও মির্জাপুরের ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে, এমন জায়গায় শেষ হয় এবারের মৌসুম।

তারই মধ্যে প্রকাশ্যে এল নতুন প্রচার ঝলক। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, দিব্যেন্দু ভট্টাচার্যদের। এবার একসঙ্গে আসছেন তাঁরা বড় পর্দায়। ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ ছবিটি। তারিখ এখনো ঘোষণা করা হয়নি।