<

ছাত্রলীগ কর্মীকে সভাপতি করার অভিযোগ, স্পষ্ট জবাব দিলো রাবি ছাত্র ইউনিয়ন

সম্প্রতি বাংলাদেশ ছাত্র ইনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নির্বাচিত হন মাসুদ কিবরিয়া। তবে অভিযোগ ওঠে মাসুদ অতীতে ছাত্রলীগ কর্মী ছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় শুরু হয় আলোচনা সমালোচনা। গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন। এবার এ নিয়ে নিজেদের স্পষ্ট বক্তব্য তুলে ধরলো রাবি ছাত্র ইউনিয়ন।

রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাবি ছাত্র ইউনিয়ন সভাপতিকে ছাত্রলীগের সাথে জড়িয়ে সংবাদ পরিবেশন উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কখনোই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেননি। বরং ছাত্রলীগের কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার অভিযোগে তাকে ২০২০ সালে মতিহার হল থেকে জোর করে বের করে দেয়া হয়।

বিবৃতিতে রাবি ছাত্র ইউনিয়ন জানায়, ২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুদ কিবরিয়া ছিলেন অন্যতম সংগঠক। যা রাবি ক্যাম্পাসে সমাদৃত। এছাড়া ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় ছাত্রলীগ থেকে নানা রকম হেনস্তার শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ ব্যাপারে মাসুদ কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি যমুনা নিউজকে বলেন, আমি কখনোই ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম না। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমে হলে থাকতে গিয়ে ছাত্রলীগ নেতাদের সাথে সুসম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে ছাত্রলীগে যোগ না দেয়ার কারণে আমাকে তারা হল থেকে জোর করে বের করে দেয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে বর্তমানে আনা এসব অভিযোগ মিথ্যা।