বুধবার, ২৬ মার্চ ২০২৫
২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলায় তিন সংবাদকর্মী নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিনজন সংবাদকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টায় হাসবাইয়্যা নামক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরা।

নিহতদের মধ্যে দুইজন ক্যামেরাম্যান এবং একজন টেকনিশিয়ান। তবে তাদের নাম-পরিচয় ও কর্মস্থলের তথ্য প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, ড্রোন বা বিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে। হামলায় ওই এলাকায় অবস্থানরত সাংবাদিকদের হোটেলটি বিধ্বস্ত হয়। কোনো ধরনের নির্দেশনা না দিয়েই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।