<

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলা, চিকিৎসকসহ নিহত ৭

ভারতের জম্মু-কাশ্মিরের গান্দেরবাল জেলায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ জন নির্মাণ শ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। খবর, এনডিটিভি’র।

হামলায় নিহত চিকিৎসকের নাম ডা. শাহনওয়াজ। তিনি রাজ্যের বাধগামের বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে অন্যরা হলেন পাঞ্জাবের গুরমিত সিং, মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির, বিহারের কলিম, মধ্যপ্রদেশের মেকানিক্যাল ম্যানেজার অনিল কুমার শুকলা ও জম্মুর শশী আবরোল।

রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই।

জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে, এই ঘৃণ্য কাজের পেছনে যারা- তারা শাস্তি পাবে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।