<

গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণার আহ্বান শফিকুল আলমের

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশের পত্রিকা-টেলিভিশনের ভূমিকা নিয়ে গবেষণা হওয়া উচিত। রোববার (২০ অক্টোবর) বিকেলে মোজাফ্ফর আহমেদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে তুলে আনতে হবে কিভাবে সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে গণতন্ত্র না থাকলেও বহিবিশ্বের কাছে বৈধ গণতন্ত্র দেখানো হয়েছে।

অতীতে সংবাদপত্রগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এখন তো শুধু জুলাই-আগস্টের মৃত্যুর সংবাদ দেখি। ২০১২ সালে ইলিয়াস আলি ও ২০১৩ সালের ডিসেম্বরে গুমের সংবাদ গণমাধ্যমগুলো ঠিকমত প্রকাশ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকতায় সবার অবস্থান থাকতে হবে। কাউকে বাদ দিয়ে সাংবাদিকতা না করে, সব মতের সাংবাদিকতাকে সুযোগ দিতে হবে। ৫ আগস্টের আগে অনেক মিডিয়া ছাত্রদের দুর্বৃত্ত, দুষ্কৃতকারী বলতো বলেও অভিযোগ করেন তিনি।