ছাত্রজনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েও হত্যাচেষ্টা মামলার আসামি হলেন খ্যাতিমান আইনজীবী জেড আই খান পান্না। তার বিরদ্ধে খিলগাঁও থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। গত ১৭ অক্টোবর মামলাটি হয়েছে। এর কয়েক দিন আগেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার সমালোচনা করেছিলেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জেড আই খান পান্না আন্দোলনকালীন আটক ছাত্র সমন্বয়কদের ছাড়াতে আইনী লড়াই চালান। প্রচণ্ড সমালোচনা করেন শেখ হাসিনার সরকারের। তবে মুক্তিযুদ্ধ ইস্যুতে ড. ইউনুস সরকারের সমালোচনাও করেন তিনি।
মামলার বিষয়ে খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন জানান, মামলাটির বাদি মো. বাকের আলী। এজাহারে বলা হয়েছে ১৯ জুলাই বিকাল সাড়ে চারটায় মেরাদিয়া বাজার এলাকায় পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ ও বিজিবি গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. আহাদুল ইসলাম।
এই ঘটনায় করা মামলায় এক নম্বর আসামী করা হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। জেড আই খান পান্নাকে করা হয়েছে ৯৪ নম্বর আসামী। ওসি দাউদ হোসেন জানান, মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।