‘আমি কিন্তু নায়িকার আগে গায়িকা’ চলতি বছর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তাসনিয়া ফারিণ। জানিয়েছিলেন, যশোর থেকে ঢাকায় গানের চর্চা করেছেন। দিনের পর দিন গান শিখেছেন। জাতীয়, বিভাগীয় পর্যায়ে গান করে অনেক পুরস্কার পেয়েছেন। এবার ফারিণ নতুন গান দিয়ে আলোচনায় অন্তর্জালে।
গতকাল রাতের প্রথম প্রহরে নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে দেখা যাচ্ছে, আপন মনে গাইছেন তিনি। ফারিণ এদিন ব্রিটিশ গায়ক ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি কাভার করেন।
গানের ভিডিওর সঙ্গে গান নিয়ে নিজের অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন।
ফারিণ লিখেছেন, ‘গান গাওয়া আমার জন্য থেরাপির মতোই। যখনই মন খারাপ হয়, গানে ধ্যানমগ্ন হয়ে যাই।’
গানই তাঁকে বাঁচিয়ে রাখে উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে এত বিশৃঙ্খলার মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু সংগীতের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছিল। গান ভালো-মন্দে সব সময় পাশে ছিল। এই মধ্যরাতে সেটা আবারও মনে করিয়ে দিল, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে।’
চলতি বছর ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গায়িকা ফারিণের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে তাহসানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তাও পায়। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। শোনা যাচ্ছে তিনি আরেকটি নতুন গানে কন্ঠ দিয়েছেন। যদিও এই মুহূর্তে সে গান নিয়ে কোন তথ্য দিতে চাইছেন না ফারিণ।