সোমবার, ৭ এপ্রিল ২০২৫
৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল (শনিবার) থেকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সামান্য চিকিৎসা নিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে তিনি তার নিয়মিত কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

চলমান সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আগামীকাল শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

শনিবারের সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল রয়েছে বলে জানা গেছে।