সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ডিম সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান। সরকারি দামে বিক্রি এড়াতে কাপ্তানবাজার ও তেজগাঁওয়ে চাহিদামতো ডিম সরবরাহ করেনি তারা। আড়তদারদের অভিযোগ, শুক্রবার এই দুই বাজারে ১০ লাখ করে ২০ লাখ ডিম সরবরাহের কথা থাকলেও দেয়ার হয়েছে অর্ধেকেরও কম। দাম কমেনি রাজধানীর মুদির দোকানগুলোতেও।
শুক্রবার কাপ্তান বাজারের ডিমের আড়ত । বেশিরভাগ দোকানেই ডিম নেই। খালি হাতে ফিরে গেছেন পাইকারি ও খুচড়া বিক্রেতাদের অনেকেই।
আড়তদাররা বলছেন, বাজারে ডিমের সংকট কাটাতে কাপ্তান বাজার ও কারওয়ান বাজারে আসার কথা ছিলো ১০ লাখ করে ২০ লাখ ডিম। তবে কিছু প্রতিষ্ঠান সরকারের বেঁধে দেয়া ১০ টাকা ৫৮ পয়সায় ডিম বিক্রিতে রাজি নয়। সে কারণেই তারা কমিয়ে দিয়েছে ডিমের সরবরাহ।
কাপ্তান বাজারের আড়তদাররা সরকারি দামে বিক্রি করলেও, তেজগাঁও এর আড়তদাররা এখনও বাড়তি দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা।
পাড়া মহল্লার দোকানগুলোতেও দাম কমেনি। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। ফলে এখনও ভুক্তভোগী ভোক্তারা।
বাজারের মতো মুদির দোকানগুলোতেও সরকারের নজর প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।