<

৭ দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস বার্ডস গ্রুপের

সাভারের আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার রাত ১০টার দিকে বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার পাওনা পরিশোধের এ আশ্বাস দেন।

শিল্প পুলিশ জানায়, গত ২৭ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দিলেও তা দেয়নি। কারখানা বন্ধ করার ফলে তিন মাসের বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে প্রায় শ্রমিকরা। যার ফলে মহাসড়কে ৫২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
গতকাল বুধবার দুপুরে যৌথ বাহিনী বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ারকে কারখানায় হাজির করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কারখানায় অবস্থান নেয়।