নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭। আহত হয়েছেন অন্তত ৭০ জন।
রয়টার্স জানায়, মঙ্গলবার গভীর রাতে ট্যাঙ্কারটি কানোর প্রাচীন শহর থেকে উত্তরাঞ্চলের ইয়োবে রাজ্যে যাচ্ছিলো। রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে টাউরা জেলার মাজিয়া শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাঙ্কারটি উল্টে যায় ও জ্বালানি ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছড়িয়ে পড়া পেট্রোল সংগ্রহের চেষ্টা করার সময় আগুন লেগে যায়। এরপর দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে বহু মানুষ হতাহত হয়। আহতদের রিংগিম ও হাদেজিয়া শহরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত নাইজেরিয়া। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর মধ্যেও এটি একটি । গত মাসেও দেশটিতে একটি জ্বালানি ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়।