দুর্নীতির মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আখতারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দাদের সাহায্য নিয়ে দুদকের উপসহকারী পরিচালক নাজির আকন্দ তাকে গ্রেপ্তার করেন।
তিনি আরো জানান, সুধাংশু শেখর ভদ্রকে ঢাকার আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২০ আগস্ট তার বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, ডাক বিভাগের ‘পোস্ট-ই-সেন্টার’ প্রকল্পের আওতায় ইউপিএসসহ ৫০০টি এইচপিই এমএল-৩০ সার্ভার ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কিনতে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থার (টিএসএস) সঙ্গে চুক্তি হয়। এসব কিনতে ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দের চুক্তির মাধ্যমে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘন করে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে।