<

হামলায় লেবানন যোদ্ধাদের ১৫ সদস্য নিহতের দাবি ইসরায়েলের 

দক্ষিণ লেবাননে হামলায় হিজবুল্লাহর ১৫ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) একটি ভবনে হামলা চালালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বিন্ট জাবেই শহরে হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে হিজবুল্লাহর ২০০ স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
 
তবে ইসরায়েলের এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল বাহিনী বৃহস্পতিবার নতুন করে বৈরুতে বিমান হামলা শুরু করেছে। 

হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকা সাসা এবং সুমেরাতে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে রকেট মোতায়েন করেছে।  
গত ২৩ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ১১০০ এর বেশি মানুষ নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।