<

চাকরিতে প্রবেশের বয়স ছেলেদের ৩৫ ও মেয়েদের ৩৭ করার সুপারিশ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা মেয়েদের ৩৭ বছর ও ছেলেদের ক্ষেত্রে ৩৫ বছর সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপদেষ্টা সচিবালয়ে পরিষদের বৈঠকে আলোচনার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।

তিনি জানান, সমাজের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনার পাশপাশি নারীরা যাতে চাকরিতে বেশি করে যোগদান করতে পারে সেজন্যই মেয়েদের আবেদনের বয়সসীমা ছেলেদের থেকে দুই বছর বেশি করা হয়েছে।

তিনি আরও জানান, অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করা হয়নি। কারণ হিসেবে তিনি বলেন, অবসর নিয়ে কোনো পক্ষের আপত্তি নেই সেজন্য এ নিয়ে কোন পর্যালোচনার দরকার পড়েনি।