ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকায় একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে সেখানে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।
হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি আল-মুফতি বিদ্যালয়ে রোববারের হামলার বিষয়ে এ তথ্য জানায়।
জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিরা ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন।
এর আগে গাজার উত্তরাঞ্চলে সড়কের পাশে খেলার সময় ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হওয়ার খবর পাওয়া যায়।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক বছরের বেশি সময়ে গাজায় ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।