<

দেশের সবচেয়ে চরমপন্থী দল আওয়ামী লীগ : জামায়াত আমীর

আওয়ামী লীগ সরকারের করা আইনেই তাদের বিচারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ রোববার দলটির আমির ডা. শফিকুর রহমান, আওয়ামী লীগকে দেশের সবচেয়ে চরমপন্থী দল বলে মন্তব্য করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলনে তিনি, ২০০৬ থেকে ‘২৪ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করেন।

৫ আগস্ট সরকার পতনের ১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের কোনো সম্মেলন অনুষ্ঠিত হলো। দলটির মহানগরী উত্তরের রুকন সম্মেলনে বড় ধরনের জমায়েত হয় সদস্যদের।

প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াত নেতারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০১৩ সালে শাহবাগে আন্দোলনের সমালোচনাও করেন জামায়াতের আমির।

আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে চরমপন্থী মন্তব্য করে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দলটির বিচারও দাবি করেন তিনি।

২০০৮ সালে বিডিআর হত্যাকাণ্ডের প্রসঙ্গে জামায়েত আমির বলেন, একটি বাহিনীকে ধ্বংস করা হলেও তার নেপথ্যের কারিগরদের শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে।

সম্মেলনে নতুন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।