বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বোমা হামলার হুমকি: নিরাপত্তা জোরদার, তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বুধবার (২২ জানুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকির পর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

বুধবার (২২ জানুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকির পর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোম থেকে ঢাকাগামী এ ফ্লাইটে ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। বিমানটি সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করলে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।

বোম্ব ডিসপোজাল ইউনিট এখন ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে। ইউনিটের সদস্যরা প্লেনের সিট, করিডোর, টয়লেট, ক্যাফেসহ প্রতিটি অংশে খুঁজে দেখছেন। যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রাখা হয়েছে, যা পরবর্তীতে একে একে পরীক্ষা করা হবে। প্লেনটিকে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করে। ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পায় বিমানটি।

বিমানবন্দর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং তদন্ত শুরু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments