বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় ২ জন গ্রেফতার

ময়মনসিংহ মেডিকেল কলেজে ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় ২ জন গ্রেফতার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের আবদুর রহমান খানের ছেলে মো. নাঈম খান পাঠান (৩৮) এবং ময়মনসিংহ সদরের আকুয়া মড়ল বাড়ি এলাকার মিন্টু চন্দ্র দে’র ছেলে তুষার চন্দ্র দে ওরফে মো. আবদুল্লাহ (২২)।

ওসি শফিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংক থেকে কৌশলে এক ব্যাগ রক্ত চুরি করে নিয়ে যাওয়ার সময় কর্মরত সদস্যরা তাদের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে রক্তসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে রক্ত চুরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এ চক্রের সাথে আরও অনেকেই জড়িত রয়েছে, তাদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments