বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ জটিলতা দ্রুতই সমাধান হবে: রাশিয়ার রাষ্ট্রদূত

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ জটিলতা দ্রুতই সমাধান হবে: রাশিয়ার রাষ্ট্রদূত

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন

রোববার (১৯ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আশাবাদ জানান।

রাষ্ট্রদূত খোজিন জানান, উভয় দেশের মধ্যে কারিগরি দলের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। স্থানীয় মুদ্রা ব্যবহারের বিষয়টিসহ সার্বিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে দুই দেশই সমান আগ্রহী। তিনি বলেন, “রাশিয়া বাংলাদেশ থেকে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।”

এছাড়া রাশিয়ার ভিসা পদ্ধতি সহজীকরণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে রাশিয়া সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে উভয় পক্ষ কাজ করছে।

সকালের বৈঠকে রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রাশিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প, যা রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments