বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে সেনা প্রত্যাহারে লেবাননের প্রেসিডেন্টের কড়া আল্টিমেটাম

লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলে-র প্রতি কঠোর আল্টিমেটাম দিয়েছেন

লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলে-র প্রতি কঠোর আল্টিমেটাম দিয়েছেন

ইসরায়েলে-র সেনা প্রত্যাহারে লেবাননের প্রেসিডেন্টের কড়া আল্টিমেটাম। তিনি উল্লেখ করেছেন, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি), রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট আউনের কার্যালয় থেকে এ বিবৃতি দেওয়া হয়। আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, প্রেসিডেন্ট আউন ইসরায়েলি বাহিনীর স্থল ও আকাশে লেবাননের ওপর অব্যাহত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসব হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি অবমাননার শামিল।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননের সীমান্তবর্তী গ্রাম ধ্বংস এবং সাধারণ নাগরিকদের বাড়িঘর উড়িয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশের পরিপন্থি।

জাতিসংঘের মহাসচিব গুতেরেস এ বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসরায়েলি সেনাদের নিরাপদ প্রত্যাহার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একইসঙ্গে তিনি লেবাননের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, আউনের নেতৃত্বে দেশটি মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং তাদের বাকি সামরিক অবকাঠামো ধ্বংস করতে হবে। উল্লেখ্য, লিটানি নদী ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments