বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন জানুয়ারির মধ্যে রোডম্যাপ, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ জানুয়ারির মধ্যে ঘোষণা

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা এই দাবি জানান। একইসঙ্গে, তারা ডাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কারের জন্য ৯টি প্রস্তাবও উত্থাপন করেছেন।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, বর্তমান ডাকসু কাঠামো শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে অক্ষম। তাদের মতে, ডাকসু সঠিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না এবং এটি শুধুমাত্র একটি সাময়িক রাজনৈতিক কাঠামোতে পরিণত হয়েছে। তারা বলেন, ২০১৯ সালের সংশোধনীতে ডাকসু সংগঠনটি আওয়ামী ফ্যাসিবাদ বয়ানের আজ্ঞাবহ হয়ে পড়েছে, যা শিক্ষার্থীদের মুক্ত মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে।

এই প্রেক্ষিতে, ছাত্রশিবিরের নেতারা ডাকসুর কাঠামো সংস্কার করার জন্য ৯টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেছেন। তাদের মতে, যদি ডাকসু নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা না হয়, তবে শিক্ষার্থীরা তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত থাকবে। ডাকসুর গঠনতন্ত্রের সংশোধন ও একটি নতুন কাঠামো প্রবর্তনের মাধ্যমে তারা ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সর্বোচ্চ প্রতিষ্ঠানে রূপদান করতে চান।

তারা আরও বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ দেয়া এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি কার্যকর ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা জরুরি।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments