বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে আটক

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে আটক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

নিপুণ এক সময় চলচ্চিত্র জগতে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখতেন। বিগত সরকারের শাসনামলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে দেখা যেত তাকে। দলটির প্রচারণামূলক কার্যক্রমেও তিনি সক্রিয় ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতিতেও তার প্রভাব ছিল উল্লেখযোগ্য, যেখানে রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তবে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর নিপুণ আকস্মিকভাবে আড়ালে চলে যান। এরপর থেকে তাকে আর কোনো জনসম্মুখে দেখা যায়নি। তার এই হঠাৎ অন্তরালে চলে যাওয়ার বিষয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

নিপুণের আটকের কারণ সম্পর্কে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। তবে তার সাম্প্রতিক কার্যকলাপ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা জোরালো হতে শুরু করেছে।

শোবিজ অঙ্গনে এক সময় পরিচিত মুখ নিপুণের এই আটকের ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments