বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হলের সিট বণ্টন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বঙ্গবন্ধু হলের সিট বণ্টন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু হলের সিট বণ্টন নিয়ে ইতিহাস ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু হলের সিট বণ্টন নিয়ে ইতিহাস ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রাত ১১টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকা এ সংঘর্ষে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হলে সিট পুনর্বণ্টন নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল এবং এমআইএস বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কি একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর আক্রমণ চালায়। সংঘর্ষে গুরুতর আহত হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়লে উভয় বিভাগের আরও শিক্ষার্থীরা এতে জড়িয়ে পড়ে। এমআইএস বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকের ভেতরে অবস্থান নেয়, অন্যদিকে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ফটকের বাইরে থেকে ধাওয়া চালাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন প্রধান ফটকের গেট বন্ধ করে দেয়। তবে উত্তেজনা কমাতে ব্যর্থ হলে সংঘর্ষ দীর্ঘায়িত হয়।

এ বিষয়ে এমআইএস বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেন, “আমাদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” পাল্টা অভিযোগ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, তারা দাবি করেন যে সিট বণ্টনের ইস্যুতে অন্য পক্ষ প্রথমে উত্তেজনা তৈরি করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করেন। তবে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments