বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানের মেয়াদ বারিয়েছে

সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানের মেয়াদ বারিয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভারতে অবস্থানের মেয়াদ বাড়ানোর খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভারতে অবস্থানের মেয়াদ বাড়ানোর খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হলেও সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এ প্রক্রিয়ায় যুক্ত ছিল।

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিক চিঠি দেয়। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৬ জানুয়ারি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

হিন্দুস্তান টাইমস জানায়, নয়াদিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়টি অস্বীকার করেছে। উল্লেখ্য, ভারতে শরণার্থী বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন নেই। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে নয়াদিল্লির ওপর কূটনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments