বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা

থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে পরিবেশ অধিদফতর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, “গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করছি, আজ থার্টি-ফার্স্ট নাইটে যেন কোথাও আতশবাজি, পটকা কিংবা ফানুস উড়ানোর মতো কাজ না হয়। পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এবং এসব নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

গাছ সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা গাছ সুরক্ষা আইনের আওতায় একটি নতুন আইন প্রণয়ন করছি। এই আইনে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানো বন্ধে বিধান সংযোজন করা হবে। আইনি কাঠামো চূড়ান্ত হলে এতে শাস্তির বিধানও অন্তর্ভুক্ত থাকবে।”

উপদেষ্টার এমন বক্তব্যে পরিবেশ সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে থার্টি-ফার্স্ট নাইট উদযাপনে পরিবেশের ক্ষতি ঠেকাতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

-সাইমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments