<

আস্থার সঙ্কটে ব্যবসায়ী-বিনিয়োগকারীরা

বন্ধ হয়ে যাচ্ছে অনেক কোম্পানি। আস্থা সঙ্কটে ব্যবসায়ী-বিনিয়োগকারীরা। হয়রানিমূলক মামলা আর শিল্প কারখানার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন-উদ্যোক্তারা। তৈরি পোশাক। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত।

শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয় সেখানে শ্রমিক অসন্তোষ। ভাংচুর, হামলা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ হয়ে যায় ১শয়েরও বেশি কারখানা। তবে, আতঙ্ক পুরোপুরি কাটেনি এখনো।

পাশাপাশি আছে মামলার ভয়ও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর, বিভিন্ন জায়গায় হতে থাকে হত্যা মামলা। মামলার তালিকা থেকে বাদ যায়নি উদ্যোক্তা-ব্যবসায়ীরাও। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, এখনো যখন তখন ফোন করে হামলার ভয় দেখাচ্ছেন অনেকে।

আর, এসব বাস্তবতায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেক কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমুহের পরিদপ্তরের হিসাব বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে বন্ধ হয়েছে ৮৩টি কোম্পানি। আগষ্টে রেকর্ড ৪৬টি। সেপ্টেম্বরে ২৬টি। এমন বাস্তবতায় অর্থনীতিবিদরা বলছেন, আস্থা ফেরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আইনের শাসন নিশ্চিত করার কথাও।

পাশাপাশি সুদের হার কমানো, বিনিয়োগবান্ধব পরিবেশ আর কর কাঠামো সহজ করার পরামর্শও দেন তারা।