জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শহীদদের পরিবার বিচার চায়, আর্থিক সহায়তা নয়।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শহীদদের পরিবার বিচার চায়, আর্থিক সহায়তা নয়। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি জানান, ৮ বিভাগে ৭৬০ জনকে চেক প্রদান করা হয়েছে, বাকিদের পরবর্তী ধাপে সহায়তা করা হবে।
তিনি বলেন, “পাপ করলে শাস্তি ভোগ করতে হবে। পুলিশকে দায়িত্বশীল হতে হবে, না হলে তাদের বেঁচে থাকার দরকার নেই।”
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, শহীদদের হত্যার বিচার অন্তবর্তী সরকারের প্রধান কাজ। উপদেষ্টা ফরিদা আখতার খুনি ও অপরাধী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান এবং শহীদ পরিবারের সদস্যরা এখনও হুমকির মুখে রয়েছেন বলে উল্লেখ করেন।
-সাইমন ইসলাম