সচিবালয়ে অগ্নিকাণ্ড: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।
পরিবেশ উপদেষ্টা জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে শোক প্রস্তাবও গৃহীত হয়।
যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডিজিটাল নথি পুনরুদ্ধার সম্ভব হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যানালগ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম অস্থায়ীভাবে অন্য দফতরে স্থানান্তর করা হবে।
তিনি আরও জানান, আগুনের আগেও স্থানীয় সরকার বিভাগে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছিল, যা পুনরুদ্ধারের পর তদন্ত চালানো হবে।
-সাইমন ইসলাম