শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয় এ র‍্যালি। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিসহ সব দিক থেকে পঙ্গু করে দিয়েছে দলটি।

তারা আরও বলেন, সবশেষ ২০২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের বিচারে দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি এখনও। শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments