ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
বুধবার (১১ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, অভিযুক্তরা স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবে, না হলে কঠোর শাস্তির বিধান করা হতে পারে। যারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধ সনদ নিয়েছেন, তাদের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা।
রায় ঘোষণার পরই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ব্যাপক আপত্তির কারনে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সকলকে মুক্তিযোদ্ধা ঘোষণার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কমিটির সাথে আলোচনা শেষে এ বিষয়ে বর্তমান আইন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, বর্তমানে ১ লাখ ৯৬ হাজার ৪৫৪ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন যার মধ্যে বীরাঙ্গনা রয়েছেন ৪৬৪ জন।
For users wishing to change the native rubber feet to metal "all-terrain" spikes, a set of metal spikes are available separately. Although the seventh season, Lost Galaxy, had ties with the preceding season, it was otherwise the first season to follow a self-contained story, as would later seasons of the show up until the seventeenth, RPM.