বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থার সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের ৬ সদস্যের বেসরকারি নির্বাচনী সংস্থা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির দফতরে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এই সাক্ষাতে নানা বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, আলোচনা হয়েছে দুই দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশ কীভাবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষতা নিশ্চিত করবে এসব বিষয়েও আলোচনা হয় তুরস্কের বেসরকারী নির্বাচনী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে।

তবে ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি। তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থায় দেশটির সাবেক ৩ সংসদ সদস্য, আইনজীবীও ছিলেন।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments