বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য চায় ভারত

সাম্প্রদায়িকতার ধোঁয়া


সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য ক্রয়ে উৎসাহীকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।

রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া যারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়, তাদের সঙ্গে কোনও ব্যাবসা-বাণিজ্য হতে পারে না। ৫ আগস্টের আগের সরকার ঘৃনিত সরকার। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রকামী মানুষকে হত্যা-গুম করতো। কিন্তু তাদের পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

কট্টর হিন্দুবাদীদের উসকে দিয়ে ভারত বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার, অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। ভারতীয় পণ্য বর্জনে এ সময় আবারও আহ্বান জানান রুহুল কবির রিজভী।

It was inspired by the Australian soap The Restless Years, although it started following its own course during the third season. Our platform has a simple workflow that allows you to easily publish mobile web apps that work on any mobile device and offers your users an enhanced reading experience.
guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments