<

ভোলায় নিষিদ্ধ জালের অভিযানে জেলেদের হামলায় আহত ৫

ভোলায় নিষিদ্ধ

ভোলায় নিষিদ্ধ জালের অভিযানে গিয়ে জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয় জেলেরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী মো. তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও তাদের ট্রলার মাঝি মো. জামাল। 

আহতরা জানান, সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীতে ভোলায় নিষিদ্ধ জাল জব্দে অভিযানে বের হন। এ সময় জেলেদের দল তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হন।

ভোলা জেলা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, প্রাথমিকভাবে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব দ্রুত তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সরকারি কাজে বাঁধা ও হত্যা চেষ্টার একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহদাৎ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে তদন্ত শুরু করেছেন পুলিশ। আহতরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *