ভারতের সাথে করা সকল চুক্তি উন্মোচন ও অসম চুক্তি বাতিলসহ ৬টি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।
সংগঠনটির দাবিগুলো হচ্ছে— ভারতের সাথে করা সকল চুক্তি উন্মোচন ও অসম চুক্তি বাতিল, নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গত ১৫ বছরে সকল সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার করা এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ‘স্পেশাল টাক্স ফোর্স’ গঠনসহ শেখ হাসিনাকে দেশে এনে তার অপরাধের বিচার করা।
এসব দাবিতে ডিসেম্বর মাসজুড়ে নাগরিক কমিটি কর্মসূচি পালন করবে বলে জানান সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন।
নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দূতাবাসে হামলা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাতের সামিল। প্রতিবেশিসুলভ সম্পর্ক রক্ষা করতে হলে ভারতকে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বানও জানান তিনি।