<

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ ছাত্র শিবিরের

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মিছিল শেষে বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত এক সমাবেশে এ বিচার-প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতারা।

দলটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদীরা নানান ভাবে মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। যার অংশ হিসেবে চট্টগ্রামে সাইফুল ইসলামকে খুন করা হয়েছে৷ জুলাই বিপ্লব নিয়েও ফ্যাসিবাদী চক্র বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি৷ এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান শিবির নেতারা।

এর আগে রাজধানীর মতিঝিল থেকে একটি বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর ছাত্র শিবির। এতে ঢাকার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি আরামবাগ, ফকিরাপুল হয়ে বায়তুল মোকারমের উত্তর গেটে এসে শেষ হয়।