<

‘রাশিয়াকে মিসাইল দিতে অস্ত্র কারখানা সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া’

নিজেদের অন্যতম প্রধান অস্ত্র উৎপাদন কেন্দ্র সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এমন দাবি করেছেন মার্কিন গবেষকরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মার্কিন গবেষকরা জানান, এই কারাখানাতে তৈরিকৃত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। দেশটির পূর্ব উপকূলের হামহাং শহরে অবস্থিত মিসাইল উৎপাদন কেন্দ্রটি, যার নাম ‘দ্য ফেব্রুয়ারি ইলেভেন প্লান্ট’।

গবেষকরা আরও জানান, সলিড ফুয়েল চালিত আলোচিত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হুয়াসং-ইলেভেন তৈরির জন্য পরিচিত কারখানাটি। যদিও ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণের বিষয়ে এখনও মুখ খোলেনি উত্তর কোরিয়া।