<

সংঘাত, অস্থিরতা ও আন্দোলনের মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না: এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত কয়েক মাসের সংঘাত, সংঘর্ষ, অস্থিরতা ও গণঅভ্যুত্থানের মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার ও দেশবাসীর উদ্বেগ দূর করার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাকর সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ ও শান্তি রক্ষায় করণীয় প্রসঙ্গে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে দলটির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিন মাস আগেও যে সকল ছাত্র একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করেছে, ঢাল হয়ে একে অপরের জীবন রক্ষা করেছে, তারা কেন আজ হিংসা-হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পরের রক্ত ঝরাচ্ছে— এমন প্রশ্ন তুলেন মজিবুর রহমান মঞ্জু। তার প্রশ্ন, কেন রাজপথে নেমে প্রতিদিন সহিংস আন্দোলন করতে হচ্ছে অধিকার বঞ্চিতদের? আন্দোলনের মিত্রদের কণ্ঠে কেন এত তাড়াতাড়ি অনৈক্য ও বিভক্তির সূর?

এবি পার্টির সদস্য সচিব অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার আন্দোলনে সম্পৃক্ত সকল পক্ষের ঐক্য রক্ষার ব্যপারে শুরু থেকেই উদাসীন। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে সব শ্রেণি-পেশার মানুষের উদ্বেগ তারা আমলে নিচ্ছেন না। অধিকারের দাবিতে নানা শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নামছেন। অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয় টিম তৈরি করে এ সকল আন্দোলন ও দাবি দাওয়া টেবিলে বসেই সমাধান করা যেত।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্বের যে অভিযোগ তার কোনও সঠিক সুরাহা হচ্ছে না। গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি এখানে অত্যন্ত সুস্পষ্ট। আর সরকার কখনও কখনও নিজের মিত্রশক্তিদের দূরে সরিয়ে তাদেরকে ষড়যন্ত্রকারীদের দোসর বলে দায় এড়াতে চাচ্ছে।