কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতরা হলেন, ফাতেমা বেগম, সানু মিয়া, ফারজানা বেগম ও সাজু মিয়া। তবে নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিল ‘চট্টলা এক্সপ্রেস’ নামের ট্রেনটি। বুড়িচংয়ে একটি গ্রামীণ রেলক্রসিং দিয়ে যাত্রীবাহী অটোরিকশাটি রেললাইনে উঠে পড়লেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্রামীণ ওই রেলক্রসিংটিতে সিগনাল দেয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৫ যাত্রীর মৃত্যু হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সকলেই বাকশিমুল এলাকার বাসিন্দা। স্থানীয় বাজারে বাজার করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা।