<

ইনস্টাগ্রাম-ফেসবুকে অনুসারী কোটির কাছাকাছি, নির্বাচনে ভোট পেলেন ১০৩টি

কথায় কথায় তিনি নিজেকে বলতেন, ‘নাম্বার ওয়ার’। সামাজিক যোযাযোগমাধ্যমেও তার অনুসারী কোটির কাছাকাছি। ইনস্টাগ্রামে ৫৬ লাখ ও ফেসবুকে ৪১ লাখ ফলোয়ার রয়েছে তার। এর পাশাপাশি রয়েছে কয়েক লাখ মেম্বারের ফ্যানপেজও। অথচ নির্বাচনী ময়দানে নেমে নাকানি চোবানি খেতে হল সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খানকে।

ভারতে বেশ কয়েকটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এজাজ। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত গণণায় দেখা গেছে তিনি ভোট পেয়েছেন মাত্র ১০৩টি। এমনটি ‘না ভোট’ সংখ্যার দিক দিয়ে এজাজের প্রাপ্ত ভোটের চেয়ে বেশি!

এক নেটিজেন লেখেন, ইনস্টাগ্রামে ৫.৬ মিলিয়ন ফলোয়ার থাকা এজাজ খান পেয়েছেন ৭৯ ভোট। যখন আপনি বুঝতে পারবেন যে, ১৬ বছরের বাচ্চারা বিগ বসে ভোট দিয়ে আপনাকে বাঁচালেও রাজ্য নির্বাচনে ভোট দিতে পারে না।

https://twitter.com/sagarcasm/status/1860214190889472047

দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ভারসোভা আসনে ৪৬,৬১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবসেনা ইউবিটি প্রার্থী হারুন খান। ভারসোভা আসনে ৭৪৭ জন ভোটার নোটা বেছে নিয়েছেন, সে জায়গায় এজাজ পেয়েছেন মাত্র ১০৩টি ভোট। এই কেন্দ্রে ভোট পড়েছিল ৫১ দশমিক ২ শতাংশ।

গুজরাটের আহমেদাবাদে জন্ম এজাজের। ২০০৩ সালের ‘পথ’ সিনেমার হাত ধরে ক্যারিয়ার শুরু তার। বেশকিছু ধারাবাহিকে দেখা গেছে তাকে। রিয়েলিটি শো বলিউড ক্লাবেও কাজ করেছেন। বিগ বস-৭-এর প্রতিযোগী ছিলেন এজাজ খান।

উল্লেখ্য, কিছু অসমর্থিত দাবি উঠে আসছে। সেখানে বলা হচ্ছে, এজাজের পরিবারের সদস্যরাও নাকি তাকে ভোট দেয়নি। তবে এটি নিয়ে অবশ্য এজাজ কোনও মন্তব্য করেননি।