ফ্যাসিবাদ নিরসনে সকল ক্ষেত্রে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘ফ্যাসিবাদ ফিরে আসার হুমকি ও বিপ্লব রক্ষায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম স্টেট টেরর জন্ম দিয়েছিল। তার আমলেই প্রথম ভোটচুরি শুরু হয়। তিনি ছিলেন ফ্যাসিবাদের আইন। সে সময় বাকশাল গঠন করে সকল মিডিয়া বন্ধ করে দেয়া হয়েছিল।
এ সময় দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে খুশি করতে হলে অর্থনৈতিক খাত সংস্কার ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশে যে সংস্কৃতি রয়েছে সেই ফ্যাসিবাদ নিরসনে হবে। রাষ্ট্র গঠনের জন্য প্রথমে রাজনৈতিক মতাদর্শ ঠিক করা দরকার। এ সময় নাগরিক হিসেবে অধিকারের জন্য লড়াই করা যায় এমন একটি দেশ গঠন করার পরামর্শ দেন তারা।