<

গত ৩ ইসির শাস্তির সুপারিশ করবে কমিশন: বদিউল আলম মজুমদার

গত তিনটি জাতীয় নির্বাচনে সংগঠিত অপরাধগুলো কীভাবে কমিশনগুলোর ওপর প্রযোজ্য হতে পারে তা নিয়ে পর্যালোচনা চলছে। তাদের শাস্তির ব্যাপারে সুপারিশ করবে সংস্কার কমিশন— এমনটা জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সম্পাদকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা জানান।

বদিউল আলম মজুমদা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন, নারীর ক্ষমতায়ন, সংরক্ষিত আসনগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার প্রস্তাব এসেছে। এই প্রস্তাবগুলো পর্যালোচনা করা হচ্ছে। ভোটার তালিকার আইন সংশোধন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত ও অনিয়ম করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রস্তাব দেয়া হবে।

এ সময় ডেইলি স্টারের সম্পাদক গোলাম মর্তুজা বলেন, নির্বাচন কেন সুষ্ঠু হয়নি বা সরকারের নির্দেশনা কী ছিল তা আগের নির্বাচন কমিশনগুলো কাছ থেকে জানতে হবে। গণমাধ্যমের দায়িত্ব পালনে বাধা, তাদের দায়ের মধ্যে পড়ে।

প্রসঙ্গত, নির্বাচনের অংশীজনদের পরামর্শ নিয়ে ৯০ দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেয়ার কথা রয়েছে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের।