<

ভারতে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে ইরানের বক্তব্যে দিল্লির ক্ষোভ

ভারতে সংখ্যালঘু মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে, তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাজার পাশাপাশি ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে বার্তা দেন খামেনি।

পোস্টে তিনি লেখেন, আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনো জায়গায় মুসলমানদের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে উদাসীন থাকি, তবে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।

তিনি আরও বলেন, ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।

এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির এই পোস্টে ক্ষুব্ধ হয়েছে ভারত। এমনকি তার মন্তব্য ‘অগ্রণযোগ্য’ বলেও মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে আরও দাবি করা হয়, এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনো পর্যবেক্ষণ দেয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।