<

করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধন

করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ডিসেম্বরের পর তাদের চুক্তির মেয়াদ বাড়ানোর দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন। তারা চাকরির নিরাপত্তার আশ্বাস দাবি করছেন।

করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা জানান

”গত চার বছর ধরে তারা চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত আছেন এবং এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।” আ. স. ম. শাহজাহান নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, “২০২০ সালে করোনাকালীন তিন মাসের চুক্তিতে আমাদের নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস পরপর চুক্তির মেয়াদ বাড়ানো হলেও এখন ডিসেম্বর থেকে চাকরি থাকবে না বলে জানানো হয়েছে। এ অবস্থায় এতগুলো মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে?”

এক ডাটা এন্ট্রি অপারেটর, জাহিদ হাসান বলেন, “আমরা অনেকেই চার বছর ধরে কাজ করছি। প্রথমে তিন মাসের প্রকল্প ছিল, তবে যদি তখনই চাকরি শেষ হয়ে যেত, আমরা অন্য চাকরির জন্য প্রস্তুতি নিতে পারতাম। এখন চার বছর পরে এসে অনেকের চাকরির বয়সও শেষ হয়ে গেছে। আমাদের মধ্যে কেউ কেউ একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছেন।”

স্বাস্থ্যকর্মীদের দাবি, তাদের নিয়োগকৃত পদগুলো যেন স্থায়ী করা হয়। আরেক কর্মী সাদিক মোহাম্মদ ওয়াদুদ বলেন, “করোনাকালীন ১,১৫৪ জনকে নিয়োগ দেয়া হয়েছিল, এবং তারা বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে অবদান রেখেছেন। আমাদের কর্মসংস্থানের জন্য স্বাস্থ্যখাতে একটি স্থায়ী সমাধান প্রয়োজন।