<

পাবনায় কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

পাবনার সাঁথিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌর এলাকায় এই সংঘর্ষ হয়। আহতরা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ নভেম্বর রাতে সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে খাইরুন্নাহার মিরুকে আহ্বায়ক ও মো. সালাহউদ্দিনকে সদস্য সচিব করা হয়। এতে একই কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান ও তার সমর্থকরা ক্ষুব্ধ হন। এই কমিটি প্রত্যাখ্যান করে সাঁথিয়া উপজেলা ও পৌর সদরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান।

তাদের কর্মসূচী শুরুর আগেই বিকেল চারটার দিকে কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে আহ্বায়ক ও সদস্য সচিব পক্ষের লোকজন। দুই পক্ষ মুখোমুখি হলে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।